সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

ঝিনাইদহে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে শ্যামকুড় পশ্চিম পাড়ার মাঠ থেকে বিরল প্রজাতির রাসেল ভাইপার বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার শ্যামকুড় নয়া পাড়া মাঠে সিমের ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক কাজে গেলে সাপটি দেখতে পায়। 

এ সময় তারা আরো কয়েকজন যুবক একত্রিত হয়ে কৌশলে সাপটি বস্তা বন্দি করে। বিষয়টি স্থানীয়রা ৯৯৯ সেবা নম্বারে ফোন করে সেখান থেকে যশোর বনবিভাগে জানালে মহেশপুর বনবিভাগে জানালে শ্যামকুড় ইউনিয়নের আরিফুল ইসলাম ও উজ্জ্বল মিয়াকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার বন্যপ্রাণী অপরাধ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যশোর শারসার প্রতিনিধি ইলিয়ান হোসেন ও জাহিদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এবং বন মহেশপুর বিভাগের স্থানীয় ফরেস্টার কাছ থেকে সাপটি গ্রহণ করে। 

বনবিভাগ সূত্রে জানা গেছে, এ বিরল প্রজাতির সাপ সহজে দেখা যায় না। এর বিষধরের দিক থেকে বিশ্বে ৫ নম্বর এবং আক্রমণে ১ নম্বর। শ্যামকুড  এলাকাবাসী জানান, গত বছর একটি উদ্ধার করা হয়। ভংয়কর বিষাধর সাপ আটক হওয়ায় ওই অঞ্চলে সাপ আতংক বিরাজ করছে।

টিএইচ